
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৮:২২ পি.এম
রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে বেড়েছে বেওয়ারিস কুকুরের আনাগোনা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লার অলি-গলি, ও উপজেলার আঞ্চলিক সড়কে বেড়েছে বেওয়ারিস কুকুরের আনাগোনা। ফলে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বিশিষ করে উপজেলার বিভিন্ন হাট-বাজারের অলি-গলি। সাধারন মানুষ সহ স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা মনে ভয় নিয়েই যাতায়াত করছে।
হাট-বাজার ও শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ব্যাগ অথবা হাতে ঝুলিয়ে নেওয়া দেখলে মাঝে মধ্যেই পিছন থেকে আক্রমণ করে থাকে এসব বেওয়ারিস কুকুরগুলো। ফলে ভয় ও আতংকের মধ্যে চলাফেরা করছে উপজেলাবাসী। এমতাবস্থায় উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে এসব কুকুরের দৌরাত্ম্য দূর করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।