
মোঃরিফাত ইসলাম, জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
সেবক হয়ে গড়বো দেশ শেখ হাসিনার নির্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ ও সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে আজ বুধবার সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্থানীয় কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুরস্থ দীঘলিয়া বিলের অসহায় কৃষক মোঃ বাদশা মোল্লার এক একর ৬২ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ফয়সাল আহম্মেদ রবিন, স্বেচ্ছাসেবক লীগ কোতোয়ালি থানা শাখার সভাপতি এ্যাডঃ ইমরান হোসেন রিমন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন, শহর শাখার সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা- কর্মী বৃন্দ। গরীব অসহায় কৃষকের পাকা ধান কেটে দেওয়ায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর কার্যক্রম সর্বস্তরের জনগণের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে।