
খান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
আলামিন সরকার নামের একজন প্রবাসীর সাথে উভয় পক্ষের অভিভাবকের মাধ্যমে মোবাইল ফোনে বিবাহ হয় নাছরিন আক্তার (বয়স ১৯ বছর) নামের একজন মেয়ের। এক বছর পূর্বে এ বিবাহ অনুষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি আলামিন সরকার বাংলাদেশে ফিরে এসে নাছরিন আক্তার এর কাছে তালাকনামা চায়, স্বেচ্ছায় তালাকনামা না দিলে আলামিন সরকার বিবাহ অস্বীকার করবে বলে জানায় এবং মোবাইল ফোনে হুমকি প্রদান করিতে থাকে।
ভুক্তভোগী নাসরিনের বড় বোন নাজমুন নাহার জানান, যে আলামিন সরকারের সাথে অন্য মেয়েদেরও সম্পর্ক আছে বলে আমরা জানতে পেরেছি।তিনি আরও জানান যে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
জানা যায়, আলাআমিন সরকার (৩০) শরীয়তপুর জেলার সখিপুর থানার বেপারী কান্দি এলাকার বাসিন্দা রতন সরকারের ছেলে। নিরুপায় হয়ে এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় গত ১৫/০২/২৪ ইং তারিখে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর বড় বোন নাজমূন নাহার। অভিযোগ নং SL ৭২১।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, যে ভুক্তভোগী নারীর বোন নাজমূন নাহারের অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যক্রম অব্যাহত রয়েছে।