
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠী ইউনিয়নে আলোকদিয়া গ্রামে লেবু জাতীয় ফসলের সম্প্রসারন, ব্যাবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস পলিত হয়।
বুধবার সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মো মনিরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ইসরাত জাহান মিলি, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি, এসময় সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের ইউপি সদস্য সহ ৫০ এর অধিক কৃষক। ঝালকাঠি কৃষিবিদ উপ পরিচালক মো মনিরুল ইসলাম এ সময় লেবু জাতীয় ফসল বারি মাল্টা-২ ফসলের ক্ষেত পরিদর্শন করে, এবং কৃষকদের মাঝে মাল্টা চাষের কাঙ্খিত ফলন উৎপাদন হওয়ার পরামর্শ দেন। এ সময় লেবু জাতীয় ফসল চাষি কৃষক হাবিবুর রহমান জানান (বারি মাল্টা-২) ৮০ শতাংশ জমিতে ১৮০ টি গাছ রোপন করায় এবারে বিশ মনের অধিক ফলন পাবে। বারি মালটা-২ কম খরচে বেশি লাভ হয় সকল কৃষকরা এখন মাল্টা চাষে উৎসাহিত।