
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৯:৩৮ পি.এম
বুড়িচংয়ে মাদক বিরোধী অভিযানে আটক-২ জন, মাদক উদ্ধার

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান সার্বিক সহযোগিতায় গত ১৭ ফেব্রুয়ারী রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোকাম ইউনিয়নের কালা কচুয়া ইয়াকুব আলীর ছাগলের খামারে তল্লাশি করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবা, ০৩ বোতল ফেন্সডিল, মাদক বিক্রির ৩৬,১৮০/- ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আসামী হলো মো: ইয়াকু্ব (৩৫), পিতা: আলী আক্কাছ , সাং- কালাকচুয়া, মো: মাসুম (৩৬), পিতা: মৃত দেলোয়ার, সাং-শাহদিলের বাড়ী, উভয়থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় বুড়িচং থানায় নিয়মিত মামলা করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।