খান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় ওসি সাহেবের অনুমতিক্রমে এস আই মোকলেস ( ২ নং বিট অফিসার) এসে গত ১৯ ই ফেব্রুয়ারী ফুটপাত ও অবৈধ দখলদার কৃত দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এস আই মোকলেস (২ নং বিট অফিসার) বলেন ওসি সাহেবের অনুমতি ক্রমে আমি এখানে এসেছি, সরকারি জায়গায় কোন দোকানপাট, ফুটপাত, অবৈধ স্থাপনা থাকতে পারবেনা, এমনকি লেকের সাইটে রাস্তা হিসেবে থাকবে। এখানে কোন ফুটপাতের দোকান বাজার থাকবে না।
কিন্তু ওইদিনের বিকেল বেলায় এস আই মোখলেস এসে সবাইকে উঠিয়ে দিলেও এস আই মোখলেস চলে যাবার পর রাত ৮ টার দিকে পুনরায় আবার ফুটপাতের দোকান গুলো বসে যায়। সেই থেকে এখন পর্যন্ত সেই আগের মতই ফুটপাতের দোকানদার, অবৈধ বাজার রীতিমতো চলছে।
সাহেব পাড়া এলাকার বাজার করতে আসা সাধারণ জনগণের কাছে জানতে পারাযায় ওসি এবং এসআই অফিসার মোকলেস এলাকার কিছু চাঁদাবাজদের নিয়ে আবার দোকান বসানোর অনুমতি দিয়েছেন। তবে ঐদিন দোকান উচ্ছেদের অভিনয় ছিল একটা টাকা ইনকামের নাটক। কয়েকজন দোকানদারের (নাম প্রকাশে অনিচ্ছুক) এদের কাছে জানা যায় তারা বলেন আমরা দোকানদারি করি এবং প্রতিদিন একটা চাঁদা দেই কিছু নেতাদের।
হয়তো চাদাবাজদের চাদার টাকা কম পড়ছিল বিধায় ওসি সাহেব কে দিয়ে এস আই (২ নং বিট অফিসার) মোকলেস কে পাঠিয়েছিল আমাদেরকে উচ্ছেদ করার জন্য। এখন আবার দোকানদারী করছি যে কোন একটা ব্যবস্থা আমাদের মধ্যে এবং নেতাদের মধ্যে হয়েছে।
তবে আমাদের দেয়া টাকার ভাগ এলাকার কয়েকজন নেতা কর্মী মিলে নেয় এবং উপরে ও নাকি কাউকে কাউকে দিতে হয় এমনটা বলেন একজন দোকানদার।
সাংসদ শামীম ওসমান, মেয়র আইভি, ডিসি, এসপি মহদয় নিরলস প্রচেস্টা চালাচ্ছেন ফুটপাত দখলদারদের উচ্ছেদ নিয়ে। কিন্তু ক্ষমতাবান নেতাদের কাছে প্রসাশন যেন জিম্মি হয়ে পড়ছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]