
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ৮:৩০ পি.এম
উচ্চ শিক্ষায় আ্যক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশগ্রহণ করে ফেনী ইউনিভার্সিটির কর্মকতা ও শিক্ষকবৃন্দ
ক্যাম্পাস প্রতিনিধি:
উচ্চ শিক্ষায় আ্যক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশগ্রহণ করে ফেনী ইউনিভার্সিটির কর্মকতা ও শিক্ষকবৃন্দ। গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কুমিল্লা ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ গ্রহণ করেন তারা।
বাংলাদেশ আ্যক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ্যক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ্যক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. গুলশান আরা লতিফা।
কর্মশালায় অংশগ্রহণ করেন ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ নাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ কাজী মনির, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বুশরাত জাহান, সিভিল ইন্জিনিয়ারিং ডির্পাটমেন্টের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আলী আকবর সিয়াম, এল আই এস এর চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মামুন বিল্লাহ, গণিত বিভাগের চেয়ারম্যান ও প্রভাষক মাসুদা আক্তার, ইইই বিভাগের চেয়ারম্যান ও প্রভাষক সামিউল হক।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।