প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ৮:৪০ পি.এম

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বৃহত্তর পাহাড়পুর ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে ২৯ ফেব্রুয়ারি (বুধবার) সকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন পাহাড়পুর পশ্চিমপাড়া একাদশ বনাম পাহাড়পুর পূর্বপাড়া (ভৈরবপুর একাদশ),খেলা আয়োজন করেন মোঃ এনামুল হক ও মোঃ তুহিন মিয়া। বিজয় অর্জন করেন পাহাড়পুর পূর্বপাড়া- ভৈরবপুর একাদশ। একই দিনে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জঙ্গল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময়, অসহায় ও পঙ্গু হারুন মিয়াকে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করেন স্পেস প্রবাসী তরুণ সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম। এসবকয়টি অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ও পুরস্কার বিতরণ করেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আবু মোতালেব, অধ্যক্ষ পিজিউল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আমজাদ হোসেন লন্ডনী, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ কামাল খান, স্পেন প্রবাসী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম ইসলাম হাবুল,মাহাবুবুর রহমান ওয়ালটন, ব্যবসায়ী কবির হোসেন মোল্লা, সুলতান আহমেদ মেম্বার, সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন,ভরাসার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেন, ইঞ্জি.আবুল বাশার, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম মামু,ইউনিয়ন আওয়ামীগের দপ্তর সম্পাদক ডাক্তার মোঃ আরিফ মোর্শেদ, ব্যবসায়ী শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মির্জা তৌফিক, কবির হোসেন চৌধুরী, ইউসুফ মিয়া, যুবলীগ নেতা মাছুম চৌধুরী। ক্রিকেট খেলা শেষে দুপুরে সকল অতিথিরা আমজাদ হোসেন লন্ডনীর বাড়িতে মধ্যহৃভোজে অংশগ্রহণ করেন। মধ্যহ্নভোজ শেষে সকলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এর বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, ম্যানেজিং সদস্য বাবুল হোসেন, আবু মুসা, আবু বারেক, জসিম উদ্দিন সহ আরো অনেকে। বিকেলে জঙ্গল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের সাবেক সভাপতি দুলাল হোসেন মুহুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোকসানা শারমিন, সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি শ্রী লিটন চন্দ্র কর।
উপস্থিত ছিলেন নাজমা মেম্বার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন মুহুরী, সদস্য আবুল কালাম আজাদ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা।অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন ফকির বাজার স্কুল এন্ড কলেজের অফিস সহকারি মোঃ বিল্লাল হোসেন।