
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ৫:৪৯ পি.এম
বাঁশখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
আনিসুর রহমান, রিপোর্টার চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধিনস্হ স্বায়িত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টেকহোল্ডার কর্মশালা রবিবার সকাল ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে,এসডিএফ এর জেলা মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর সঞ্চানালয় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি সায়ত্তশাসাতি প্রতিষ্ঠান। মূলত সমাজের দরিদ্র, কম সুবিধাভোগী এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পরিবেশ, কৃষি এবং মানবাধিকার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। বাঁশখালীর ১০ইউনিয়নে মোট ৭৫টি গ্রাম সমিতির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জীবিকা উন্নয়ন কার্যক্রম, হেলথ ক্যাম্প, মাতৃত্বকালীন ভাতা সিজারিয়ান ভাতা,সমিতির জমাকৃত সঞ্চয়ের ম্যাচিং গ্রান্ট,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ সমাজের নানান উন্নয়নে অবদান রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, এসডিএফ চট্রগ্রাম জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা,এসডিএফ জেলা আইসিবি কর্মকর্তা মোঃ রানা মিয়া মোঃ আল-আমিন, ক্লাস্টার অফিসার, মোঃ আবু হানিক, সুরুজ্জামান, গোবিন্দ্র চন্দ্র দাস, ইয়াছিন আরাফাত হিরন, বাঁশখালীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।