
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ১:০২ পি.এম
কচুয়া বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় ইঁদুর মারার খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনে মৃত্যু হয়েছে।
৪ মার্চ (সোমবার) আনুমানিক রাত ১২ টার পরে মাহতাব শেখ (৫২) তার নিজস্ব ঘের ও ধানি জমিতে ইদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক খোলা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়।
নিহত মাহতাব শেখ কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামের ইমান উদ্দিন শেখের ছেলে। তিনি ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামের সাবেক মেম্বর ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানা যায়, রাত আনুমানিক ১২ টার পরে নিজ ঘেরে ধানের জমিতে ইদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান। তাকে ফিরতে দেরি দেখে বাড়ির অন্যান্য লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে ধানের জমিতে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় ইদুর মারার বৈদ্যুতিক খোলা তারের ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ হেফাজতে নেন।ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।