
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ২:৩৮ পি.এম
সৌদিতে বাংলাদেশি যুবককে হত্যা : বাড়িতে শোকের মাতম।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের হাতে অন্য রেমিটেন্স যোদ্ধা মো: সাব্বির হোসেন(২৬) নামে এক প্রবাসী নিহত হওয়ার খবরে বাড়িতে শোকের মাতম চলছে। নিহত সাব্বির উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। রবিবার(৩মার্চ) বিকাল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় তিনি নিহত হন।
জানা যায়: পাশের কক্ষের জেলার করিমগঞ্জ উপজেলার অন্য প্রবাসী বাংঙ্গালীদের সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটা-কাটির সময় ঝগড়ায় লিপ্ত হলে একপর্যায়ে কিলঘুষির শিকার হন। পরে এ ঘটনার বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যেতে চাচ্ছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গলা টিপে তাকে হত্যা করা হয় বলে নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। নিহত হওয়ার খবরটি তাকে সাব্বিরের সহকর্মী প্রতিবেশী আরেক প্রবাসী ফরিদ মিয়া মোবাইল করে জানান। তিনি সংসারের স্বচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান।নিহতের খবর পেয়ে পরিবারের লোকজন কোনভাবেই মেনে নিতে না পেরে পরিবারের লোকজন বার বার মূর্ছায় যাচ্ছেন। এ খবরে এলাকায় শোকের মাতম চলছে বলেও নিহতের চাচা নজরুল ইসলাম জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।