
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ৬:০২ পি.এম
নবীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত। রেলি ও আলোচনা সভা

আলীহোসেন নবীগঞ্জ প্রতিনিধি:
সঠিক তথ্যে ভোটার হবো" স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
(০২ মার্চ) রোজ শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনে র্র্যালি আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা নির্বাচন অফিসে শেষ হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ, সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার, সাইদুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজউদ্দীন,
উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ। পুলিশ এন্ড সাবইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য প্রবাসী অনুর উদ্দিন চৌধুরী জাহিদ এছাড়াও উপজেলা প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রেলিতে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্ৰহন, ভোটার সংশোধনী ও হস্তান্তর আবেদন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নির্বাচন অফিস।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।