
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ৭:২০ পি.এম
কাউখালীতে শসার কেজি ১০০ টাকা।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শসার কেজি ৯০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মঙ্গলবার পহেলা রমজান উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শসা ৯০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। রমজান মাসে শসার চাহিদা একটু বেশি থাকে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের জিম্মি করে তাদের ইচ্ছামত শসার দাম বাড়িয়ে বিক্রি করে। সাধারণত তারা তাদের কাছে অসহায় ও জিম্মি হয়ে পড়ে।
দক্ষিণ বাজারের শসা বিক্রিতা আল আমিন হোসেন জানান, বাজারে রমজান মাসে শসার চাহিদা বেশি থাকে সে তুলনায় বাজারে শসা সরবরাহ কম। আমাদের বেশি দামে কেনা পড়ে আমরা সামান্য লাভে শসা বিক্রি করি। শসার সাথে পাল্লা দিয়ে লেবুর দামও ক্রেতাদের নাগালে বাহিরে চলে গেছে। শসা ক্রয় করতে আসা লিটন হোসেন বলেন বর্তমান বাজার দরের যে অবস্থা তাতে শসা কেনা আমাদের পক্ষে সম্ভব হবে না।
সংবাদকর্মী হাফেজ মাসুম বিল্লাহ আক্ষেপ করে বলেন, রমজান মাসে বিশ্বের অন্যান্য মুসলমান রাষ্ট্র দ্রব্যমূল্যর দাম কমিয়ে বিক্রি করে অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মত দাম বাড়িয়ে বিক্রি করে। ক্রেতারা বলেন বাজারে মনিটরিং অভাব রয়েছে। মনিটরিং ব্যবস্থার জোরদার করা হলে বাজারে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে আসবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, রমজান মাসে কোন অসাধু ব্যবসায়ী যদি ইচ্ছে করে দ্রব্যমূল্যের দাম অধিক দামে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।