মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে হেরোইনসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে মহানগরীর কাটাখালী থানার বেলঘরিয়া এলাকার পৃথক দুই স্থান থেকে তাদের গ্রেফতার করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ তৌহিদুর রহমান, এসআই নূর মোহাম্মদ সরদার ও সঙ্গীয় ফোর্স । এ সময় তাদের কাছ থেকে ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ জনি আলী (২৬), সে মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পালপাড়ার মোঃ কাচু আলীর ছেলে, মোঃ সাদেকুল ইসলাম লালন (২৯), সে একই থানার কাপাশিয়া মৃধাপাড়ার মোঃ বাবলু শেখের ছেলে ও মোঃ টুটুল (৩৭), সে বেলপুকুর থানার জামিরা মোল্লাপাড়ার মোঃ আব্দুল হামিদের ছেলে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]