প্রেস বিজ্ঞপ্তি
মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী এলাকায় র্যাবের অভিযানে ৫৩,২৮৯ পিস আতশবাজিসহ ০১ জন গ্রেফতার।
গতকাল ১৩ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ২২:০০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন বাঘিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫৩,২৮৯ (তেপ্পান্ন হাজার দুইশত ঊননব্বই) পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- আঃ আজিজ মৃধা, সাং-বায়হাল, ইউপি-যশলং, থানা-টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]