
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ১২:৩৭ পি.এম
মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছে যুবলীগ নেতা আমিনুল ইসলাম

মোঃ আবদুল্লাহ বুড়িচং,
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলায় পীরযাত্রাপুর ইউনিয়নের যুবলীগ নেতা আমিনুল ইসলাম।
তিনি বলেন, রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা। এটাই রমজানের চেতনা। রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়েছে। রমজানের প্রতিটি ক্ষণ রহমত ও বরকতে পরিপূর্ণ
এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল কদর।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।