
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাধীন হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামকস্থানে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীসহ মোট ০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১৮ ফেব্রুয়ারী মধ্য রাতে গোপন শসংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটিতে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ (চার) মটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মটোর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর গ্রামের রাজু আহম্মেদ (২৩), চাটমোহর উপজেলার বাগানবাড়ি গ্রামের শাহাদত হোসেন (২৮), তাড়াশ উপজেলার মহিষলুটি গ্রামের হোসেন আলী (২২), আলমাস আলী (৩২)।
এছাড়া শুক্রবার মধ্যরাতের দিকে প্রায় একই সময় একই স্থানে অভিযান চালিয়ে চোলাই মদ সেবনকারী নাজিম উদ্দিন (২৫) ও রাকিবকে (২২) গ্রেফতার করা হয় এবং তারা তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের অধিবাসী। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।