
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ৫:২৫ পি.এম
ত্রিশালে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেপ্তার ৩

ওমর ফারুক তালুকদারঃ- ময়মনসিংহের ত্রিশালে পুলিশের ওপর হামলার ঘটনার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছে মা ও দুই ছেলেসহ তিন আসামী। ময়মনসিংহের ত্রিশালে আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাতে তাদেরকে ত্রিশাল ও ভালুকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বেদেনা (৫০) ও তার ছেলে হারুন (৩৪) ও নাইম (২৫)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার বিকেলে এ ঘটনায় ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) হুমাইয়ুন বাদী হয়ে মামলা করেন। গত রোববার রাতে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেদেনাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। পরে বেদেনার দুই ছেলে কুপিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করে এবং মা বেদেনাকে ছিনিয়ে নিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।