মামুন হোসেন পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপে করে গরু চুরি করার ঘটনায় তিনজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার নদমূলা গ্রামের জুগির খাল এলাকায় মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে উক্ত তিন চোরের নামে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলো:- ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের সাইদুল ইসলাম মৃধার ছেলে আ: রহমান মৃধা (৩৫), পাশ্ববর্তি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের আ: সালামের ছেলে রনি হাওলাদার (২০) ও শাহ আলমের ছেলে হাসিবুর হাওলাদার (৩৫)।
ভুক্তভোগী ও মামলার বাদী সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তার গোয়াল ঘর থেকে একটি গাভী পিকআপে করে চুরি করে নিয়েছে চোরেরা। ওই রাতেই স্থানীয় লোকজনের সাহায্যে নদমূলা গ্রামের জুগির খাল এলাকায় তিন চোরকে আটকে গণপিটুনি দিয়ে পিকআপ ভর্তি গরু সহ চোরদের থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ভাঙচুর করা হয়েছে পিকআপটিও।
এদিকে তিন গরু চোর আটকের ঘটনার খবরে ভান্ডারিয়া থানার সামনে গরু চুরি হয়ে যাওয়া ১০/১২ জন ভুক্তভোগী ব্যক্তিরা ভীড় করেছেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আমির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে উদ্ধারকৃত গরুর মালিক বাদী হয়ে মামলা করেছেন। একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। তিন তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের পিরোজপুর আদালতে পাঠানো হবে এবং তাদের জিজ্ঞাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]