প্রেস বিজ্ঞপ্তি
বরিশালের মুলাদীতে নিজ কন্যা সন্তান ধর্ষণ চেষ্টার আসামী’কে রাজধানীর কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ভিকটিম মোসাঃ মারিয়া (১২) এর দুই ভাই দুই বোন। বোনদের মধ্যে ভিকটিম মারিয়া বড়। ভিকটিম বরিশাল জেলা মুলাদী থানার বাটামারা বি,এইচ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ভিকটিম এর পিতা মোঃ হুমায়ুন কবির হাওলাদার বেশে কিছুদিন যাবত ভিকটিমের সাথে অশালীন আচরণ সহ কু-প্রস্তাব দিয়ে আসছে। ভিকটিম বিষয়টি তার মাকে জানাইলে ভিকটিম এর মাতা তার পিতাকে সর্তক করেন কিন্তু ভিকটিম এর পিতা সতর্ক না হয়ে ভিকটিমকে কাউকে কিছু না বলার জন্য ভয় দেখায় এবং ভিকটিম এর মায়ের সাথে খারাপ ব্যবহার করে।
গত ১৫/০৩/২০২৪ তারিখ ভিকটিমের মাতা ঘরের বাহিরে কাজে ব্যস্ত থাকায় সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ভিকটিম মারিয়া (১২)’কে ঘরে একা পেয়ে তার পিতা মোঃ হুমায়ুন কবির পরনের কাপড়-চোপড় খুলে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম মারিয়া চিৎকার করে। তার মাতা চিৎকার শুনে ঘরে এসে দেখে আসামী হুমায়ুন কবির ভিকটিম এর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে। ভিকটিম এর মাতার চিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামী ঘর হইতে বের হয়ে পালিয়ে যায়।
এ সংক্রান্তে ভিকটিম এর মাতা মোছাঃ লিপি বেগম বাদী হয়ে বরিশাল মুলাদী থানায় একটি ধষর্ণের চেষ্টা মামলা দায়ের করে, যার মামলা নম্বর-১৩/৪৩, তারিখঃ ১৭ মার্চ ২০২৪, ধারা- ৯(৪)(খ) ২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০২০।
এরই প্রেক্ষিতে র্যাব-১ বর্ণিত ধর্ষণ মামলার অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০ মার্চ ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১৫.০০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বর্ণিত ধর্ষন মামলার আসামী রাজধানী কেরানীগঞ্জ এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ধর্ষণকারী আসামী মোঃ হুমায়ুন কবির হাওলাদার (৪৫), পিতা- মৃত মজিব হাওলাদার, থানা- মুলাদী, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত/-
মোঃ মাহফুজুর রহমান
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
মোবাইলঃ ০১৭৭৭৭১০১০৩।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]