নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক মরহুম হাজী মোঃ ইদ্রিস মিয়ার ২৫ তম মৃত্যু বার্ষিকী পালন করে হয়েছে।
বুধবার বিকেলে কবিরহাট তার নিজ বাসভবনে কোরানখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পরিবার ও অন্যান্যদের পক্ষ থেকে তার সন্তান কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম এর উদ্যোগে মরহুম হাজী মোঃ ইদ্রিস মিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মরহুমের আত্মীয়-স্বজন সহ কবিরহাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]