
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৫:৫১ পি.এম
ঝালকাঠির রাজাপুরে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে হাতুরিপেটা করা সেই সন্ত্রাসী কারাগারে। বাদী কে দেখে নেয়ার হুমকি

মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধিঃ- পেটে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে মারধরকারী সেই সন্ত্রাসীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বাদী পক্ষের আইনজীবী মো. শামীম হোসেন আকন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার ১নং আসামী ও বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত আাসামী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম চাঁন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপি সদস্য (নারিকেল বাড়িয়া ওয়ার্ড) আব্দুস সোবাহান হাওলাদারের পুত্র। আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিলে কাঠগড়া থেকে নামার সময় বাদী-ভিকটিমকে দেখে নেয়ার হুমকি দেয়। গত ৪ফেব্রুয়ারী মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় স্কুল শিক্ষক জাকির হোসেনের পেটে পিস্তল ঠেকিয়ে কিশোরগ্যাং সন্ত্রাসীদের নিয়ে হাতুরিপেটায় গুরুতর আহত করে। পরে এঘটনায় রাজাপুর থানায় মামলা দায়ের হলে আসামীরা কয়েকদিন পলাতক থেকে উচ্চ আদালত থেকে ৪২দিনের জামিন নেয়।
জানাগেছে, রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদারের পুত্র কিশোর গ্যাং নেতৃত্বদানকারী তৌহিদুল ইসলাম চান কিশোর দলবল নিয়ে হামলা চালায়। ৪ ফেব্রুয়ারী রবিবার রাত ৮টার দিকে মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এতে ওই গ্রামের মোতাহার হাওলাদারেরর পুত্র মোস্তাফিজুর রহমান জাকির গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত জাকির রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।
আহত মোস্তাফিজুর রহমান জাকির জানান, সন্ধ্যার পরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে এগিয়ে দিয়ে ফেরার পথে তৌহিদুল ইসলাম চান কিশোর গ্যাং নিয়ে পথরোধ করে। পেটে পিস্তল ঠেকিয়ে লাঠি ও হাতুরি নিয়ে মারধর শুরু করে চান, ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরো কয়েকজন। পেটে পিস্তল ঠেকানোর ফলে কোন ডাকচিৎকারও দিতে পারিনি। মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ইতি মধ্যে কোথা থেকে যেন একটা লাইটের আলো আসে তখন মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়। এছাড়াও ওই কিশোরগ্যাং নারিকেল বাড়িয়া (ক্লাব) বাজারের ক্ষুদ্রব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারকেও চাঁদার দাবিতে অগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, তৌহিদুল ইসলাম চাঁনের বিরুদ্ধে ফৌজদারী র্কার্যবিধি আইনে বেশকয়েকটি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।