মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি ১২০ টাকায় চাকরি পেয়েছেন ১৭ তরুণ-তরুণী।
শনিবার (২৩ মার্চ) রাতে জেলা পুলিশ লাইনে পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়াই এতে ১৪ জন ছেলে এবং ৩ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার সাঈদ, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেজওয়ান আহমেদ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিকস) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (অপস্ এ্যান্ড ইন্টেল.) রেজোয়ানা কবির প্রিয়া উপস্থিত ছিলেন।
পুলিশে চাকরি পেয়ে আরিফ হাওলাদার আবেকলুপ্ত হয়ে কান্না করে বলেন, আমি কোনদিন ভাবি নাই ১২০ টাকায় পুলিশে চাকরি পাবো। আমার বাবা বেকার। আজকে নলছিটি সুবিদপুর থেকে ঝালকাঠি পুলিশ লাইনে আশার গাড়ি ভাড়া পরিবার আমাকে দিতে পারে নায়। আমি তাদের সাথে রাগ করে একা চলে আসছি। আমার সাথে কেউ আসতেও পারে নায়। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট শুকরিয়া আদায় করিতেছি।
এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১৭ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতা ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]