
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ৫:০৯ পি.এম
পূর্বধলা সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন পূর্বধলা প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজে ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারোল হক রতনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীণ কমান্ডার আইয়োব আলী। উত্তাল মার্চ ও মুক্তিযোদ্ধের স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পূর্বধলা উপজেলা কমান্ড কাউন্সিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।
প্রভাষক মোহাম্মদ আলী জুয়েলের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন এমদাদুল হক বাবুল, সাবেক সহকারী অধ্যাপক, পূর্বধলা সরকারি কলেজ, মো. মোস্তাফিজুর রহমান মাসুম, সাধারন সম্পাদক, শিক্ষক পরিষদ, পূর্বধলা সরকারি কলেজ, মো. তাইফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পূর্বধলা সরকারি কলেজ শাখা, শিক্ষার্থী ইউসুফ খান ফুয়াদ, সুমাইয়া আক্তার মৌ প্রমুখ। সভায় বক্তারা ২৫ মার্চের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন এবং গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবী করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।