
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন এবং মুক্তির সোপান উদ্বোধন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র ব্যাটালিয়ন এর অধিনায়ক কর্তৃক রংপুর মহানগরীর স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে দিনের শুরু হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয়।
অত্র ব্যাটালিয়নের অলংকরণের নতুন পালক মুক্তির সোপান এর শুভ উদ্বোধন করা হয়। বাংলার জন্মলগ্ন থেকে স্বাধীনতার দিকে ধাবিত হওয়ার এবং স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মারক নিয়ে তৈরি করা হয়েছে মুক্তির সোপান্।
বাংলাদেশ আমার অহংকার এই আদর্শকে বুকে নিয়ে র্যাব ফোর্সেস কাজ করে। বাংলাদেশ এবং এ দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পাথেয়। দেশকে ভালোবাসতে হলে এই দেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য এবং সর্বপোরী আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্মন্ধে জানতে হবে। সেই আগ্রহ নিয়ে ১০১টি দুর্লভ আলোকচিত্র নিয়ে র্যাব-১৩ ব্যাটালিয়ন এর প্রশাসনিক ভবনে মুক্তির সোপান নির্মাণ করা হয়েছে।
এই আলোকচিত্র গুলি থেকে সকল র্যাব সদস্য সহ এই ব্যাটালিয়নে আগত অন্যান্য জনগণ উপকৃত হবেন। তাদের মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, মহান মুক্তিযুেদ্ধর পটভূমি ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা সম্মন্ধে তারা অজানা বহু তথ্য জানতে পারবে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার রংপুর, জনাব মো: আবু জাফর যুগ্ম সচিব, অতি: বিভাগীয় কমিশনার, রংপুর। কমান্ডার আরাফাত ইসলাম, (এনডি), বিপিএম-সেবা, এনইউপি, পিসিজিএম, বিএন, অধিনায়ক, র্যাব-১৩ সহ অন্যান্য অফিসার ও সকল পদবীর র্যাব সদস্য। মূলকপি স্বাক্ষরিত…. মাহমুদ বশির আহমেদ স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩ তারিখঃ ২৬/০৩/২০২৪ খ্রিঃ।