বাংলাদেশ ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

আপডেট সময় ১১:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

 

আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে কমপক্ষে ৭ জন বিএনপির দলীয় সমর্থক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জিয়া মঞ্চের একটি প্রস্তুতি মূলক সভায় বিএনপি নেতা-কর্মীরা যাওয়ার পথে তাদের ওপর আওয়ামী লীগের লোকজনে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ হামলার ঘটনায় সাধারন জনগনের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

বিএনপির দলীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াতলা বাজারে বিএনপি ও স্থানীয় দলীয় লোকজনের উদ্যোগে দুপুরে জিয়া মঞ্চের একটি প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানের উদ্দেশ্যে উপজেলা সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে রওনা দেন।

ওই সকল নেতা-কর্মীরা খালেকেরহাট নামকস্থানে পৌছালে তাদের ওপরে অতর্কিত বোমা হামলা চালানো হয়। এতে করে সুজন সরদার-(৩২) ও শামীম বেপারীসহ ৭জন লোক আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিএনপি নেতা-কর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগের লোকজনে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ হামলার ঘটনায় সাধারন জনগনের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, বিএনপি নেতা মো. সিরাজুল হক সিরু বেপারী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএম জসিম উদ্দিন বলেন, জিয়া মঞ্চের একটি প্রস্তুতি মূলক সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম, সোহেল, সুমন ও কামালসহ ৫০/৬০জন মিলে আমাদের দলীয় লোকজনের ওপর অতর্কিত বোমা হামলা চালায়। এতে করে আমাদের প্রায় ৭জন লোক আহত হয়। এবং এসময় আমাদের সাথে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়। আমরা তাদের নামে মামলা করবো।

অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, আমি ঢাকায় আছি। এ হামলার বিষয়ে আমি কিছু জানিনা।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, হামলার খবর পেয়ে আমিসহ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।