
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
১ এপ্রিল সোমবার সকাল ১১ ঘটিকার সময় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে নিরাপদ চিকিৎসা চাই বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে দেশ-বিদেশের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিরাপদ চিকিৎসা চাই বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বাচ্চু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহর পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, দৈনিক মুক্ত খবর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সুজন, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম পিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক সেলিম ভূঁইয়া ও দৈনিক মুক্ত খবর পত্রিকার বুড়িচং প্রতিনিধি মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ।