
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরে কাউখালীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম গিয়াস উদ্দিন, সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কোন প্রকার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি থাকতে হবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, কাউখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। ঈদুল ফিতর উপলক্ষে আমাদের বিশেষ মোবাইল টিম সার্বক্ষণিক বিভিন্ন স্থানে টহল দিবে।