
নুরুন নাহার বেবী সিলেট
নিহত শিশু ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য কাজল সিং জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তার মা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কোথাও না পেয়ে বাড়ির পাশের খাদে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, বাড়ির পাশের একটি খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।