
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা হতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: কামাল (৩০) কে গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: কামাল (৩০)কে গ্রেফতার করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানাযায় যে, গ্রেফতারকৃত আসামী মো: কামাল (৩০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং- ৫(৩)০৯, বি: ট্রা:-১৬২/০৯, প্রসেস নং-১২২/২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) এর এজাহারনামীয় আসামী। পরবর্তীতে তার বিরুদ্ধে বর্ণিত ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ১০ বছরের কারাদ- প্রদান করেন। পাশাপাশি আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। রায় ঘোষনার পর থেকে উক্ত আসামী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।
এই রায় ঘোষণার পর থেকে উক্ত মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাকত আসামী মোঃ কামাল (৩০)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক মামলার অপরাধের সাথে জড়িত আসামী আসামী মোঃ কামাল (৩০), পিতা-মোঃ নান্নু মিয়া, সাং-কাজীপাড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ০৭/০৪/২০২৪ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।