
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে মাটির ও টিনের ঘর ভেঙ্গে জোরপূর্বক সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৩০ মার্চ রাতে পৌর এলাকার ৮ নং ওয়ার্ড বাঘড়াপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মাহবুবা আক্তার তন্দ্রা বাদি হয়ে পুলিশ সুপার ময়মনসিংহ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ড বাঘড়াপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিন খানের মেয়ে মাহবুবা আক্তার তন্দ্রা গং পৈত্রিক সূত্রে সাড়ে ১২ শতক জমি পান। যার সাড়ে ৪ শতাংশের মধ্যে একটি বহুতল ভবন ও বাকী ৮ শতাংশের মাঝে একটি টিনের ঘর ও একটি মাটির ঘরসহ গাছ পালা রুপন করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু শামীমা আক্তার বেবী ও নাছিমা আক্তার লিপি গংরা দীর্ঘদিন যাবৎ ওই ৮ শতাংশ জমি দখল করার পায়তারা করে আসছে।
ঘটনার দিন ৩০ মার্চ দিবাগত রাতে শামীমা আক্তার বেবীর নেতৃত্বে একদল শসস্ত্র সন্ত্রাসীরা জমিটি দখল করার উদ্দেশ্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিমানা প্রাচীর নির্মান করার চেষ্টা করে। পরে তন্দ্রা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ দেখে সন্ত্রাসীরা ঘা ঢাকা দিলেও পুলিশ চলে যাবার একটু পরেই আবার তারা আবার তারা সংঘবদ্ধ হয়ে তন্দ্রার মাটির ঘর ও টিনের ঘরের মাঝ বরাবর ভেঙ্গে সিমানা প্রাচীর নির্মান করে। তন্দ্রা বলেন শামীমা আক্তার বেবী গংরা আমাদের জমি জোরপূর্বক দখল করে নিতে চাচ্ছে।
এ ঘটনায় মাহবুবা আক্তার তন্দ্রা বাদী হয়ে একই এলাকার শামীমা আক্তার বেবী (৫০), নাছিমা আক্তার লিপি (৪৪), মামুন মিয়া (২৮), রাশেদ মিয়া (৩৮) ও টুটুল মিয়া (৩০) বিবাদী করে পুলিশ সুপার ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ময়মনসিংহ পুলিশ সুপার অভিযোগটি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর ফরোয়ার্ড করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও অজ্ঞাত কারনে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।
উল্লেখ্য উক্ত জমিটি নিয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ ভালুকা সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। মাহবুবা আক্তার তন্দ্রা নাবিলিকা হওয়ায় তার মাতা রোকেয়া সুলতানা বাদি হয়ে মামলাটি পরিচালনা করছেন।