
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু জোমাদ্দারের বড় ভাই অবসরপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাবরক্ষণ অফিসার বীর মুক্তিযোদ্ধা মহসিন জোমাদ্দার (৭৩) মঙ্গলবার ৯ এপ্রিল সকালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি নিলতীতে জানাজার নামাজের পূর্বে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।
এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও পুলিশের একটি চৌকস দল। রাষ্ট্রের পক্ষের আনুষ্ঠানিকদের পর জানাজার নামাজের শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সাবেক চেয়ারম্যান মাহমুদ খান খোকন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।