
জন জীবন ঃঃ
অদ্য মঙ্গলবার ০৯/০৪/২০২৪ তারিখ মুন্সীগঞ্জ সদর উপজেলার ৬০০ জন স্বল্প আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি পোলাওয়ের চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি ডাল, ১ কেজি চিনি রয়েছে।
সদর উপজেলার ০৭ টি আশ্রয়ণের সকল পরিবারকে ০১ টি করে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও সার্কিট হাউজের সামনে থেকে ২০০ জন ব্যাক্তিকে এ উপহার দেওয়া হয়। উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুজাফর রিপন বিপিএএ। উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন সমাজের সকল শ্রেনীর মানুষের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের বানী ছড়িয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার দিয়েছেন।