
বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় এক ইউনিয়ন তাঁতীলীগের সদস্য সচিবেন বিরোদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ইঞ্জিঃ নাহিদুর রহমান নাহিদকে আহবায়ক ও মামুন হায়দারকে সদস্য সচিব করে গত ২৯ মার্চ উপজেলার রাজৈ ইউনিয়ন তাঁতীলীগের কমিটি অনুমোদন দেয় উপজেলা তাঁতীলীগের সভাপতি ও সম্পাদক। কিন্তু এর পরেই রাজৈ ইউনিয়ন তাঁতী লীগের নব গঠিত কমিটির সদ্যস সচিব মামুন হায়দারের মাদক সেবনের একটি ছবি ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে নানা প্রতিকৃয়ার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি দ্রুত এই মাদক সেবিকে অপসারন করে নতুন কমিটি দিয়ে পরিবেশ শান্ত করার আহবান জানান তারা।
এদিকে মাদক সেবনের কথা অস্বীকার করে মামুন হায়দার বলেন, এগুলো আমার বিরোদ্ধে ষড়যন্ত্র, আমি কখনোই মাদক সেবন করিনি। কেও বলতে পারবেনা আমি মাদক সেবন করেছি।