
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করলেন পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা উপহার দিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা আনন্দের সহিত বলেন, এমপি মহোদয় সিসি ক্যামেরা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়ার ফলে পুরো হাসপাতাল এরিয়া সিসি ক্যামেরায় আওতায় ভুক্ত হল। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরোপুরি নিরাপত্তা চাদরে আসলো। আমরা আশা করি কিছুদিনের ভিতরেই আমরা এমপি মহোদয়ের উদ্যোগেই নতুন হাসপাতাল ভবনে কার্যকলাপ চালিয়ে যেতে পারবো।