
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে ১৪ এপ্রিল রবিবার সকাল সাড়ে দশটায় বাংলা নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রা পূর্বে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার,উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রোমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।