
পেকুয়া প্রতিনিধি :-
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে সদ্যজাত এক নবজাতক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে নবজাতকটিকে উদ্ধার করেন হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী শাহাবুদ্দিন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পেট ব্যাথাজনিত কারণে এক নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক একটি ব্যাথানাশক দিয়ে পর্যবেক্ষণ এ রাখেন। কিছুক্ষণ পরে ওই নারী টয়লেটে যাওয়ার কথা বলে জরুরী বিভাগ থেকে বের হয়ে আর ফেরত আসেনি। পরে সন্ধ্যা ৭ টার দিকে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী শাহাবুদ্দিন টয়লেটে গেলে একটি সদ্যজাত নবজাতক পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। পরে জরুরী বিভাগে তাকে চিকিৎসা দেয়া হয়।
এবিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, উদ্ধার করা নবজাতকের শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এনএসইউ-তে রাখা হয়েছে। বাচ্চাটি সুস্থ হলে প্রশাসনের মাধ্যমে তার গন্তব্য নির্ধারণ করা হবে।