
এম এ কুদ্দুছ, প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রম ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া তিন রাস্তার মোড় থেকে মিন্টু সেন্টু (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু সেন্টু সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের সতেরদ্রুন এলাকার মৃত পলুমিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ নূরে আলম হুসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ২১শে এপ্রিল গভীর রাতে কটিয়াদী থানাধিন, পুরুরা ছেরদারভাগ এলাকার বাগপাড়া তিন রাস্তার মোড়ে এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিন্টু সেন্টুকে গ্রেপ্তার করে।
এ সময় তার হেফাজতে থাকা সর্বমোট ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কটিয়াদী মডেল থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।