
স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও জেলা পুলিশ অফিস সম্মেলণ কক্ষে সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা ২৩ শে এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, ( প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঠাকুরগাঁও, সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
উক্ত সভায়, জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে কর্মরত সকল থানা পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দিকনির্দেশনা প্রদানের উপর বক্তব্য প্রদান করা হয়।