
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
সারাদেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমতাবস্থায় বৃষ্টি কামনায় মির্জাগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।
শুক্রবার ( ২৬ এপ্রিল ) সকাল ১০টায় উপজেলার হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব ( র.) দরবার শরীফ মাঠে এ ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। অত্র মাজার কর্তৃপক্ষ এই বিশেষ নামাজের আয়োজন করে। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং তীব্র গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন ওই দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল মান্নান রহমানী।