
মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন বলেছেন, আমি আমার জীবনের সবটুকু সময় ঘাটাইল উপজেলার উন্নয়ন এর জন্য কাজ করে যেতে চাই। উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন আনারস প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন।
তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে আরিফ অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। একজন উদীয়মান মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তাই ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে ভাবতে শুরু করেছে ভোটাররা। আনারস প্রতিক ছাড়া অন্য কোন প্রার্থীকে ভাবছেননা ভোটাররা।
স্থানীয়রা জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে উপজেলা চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ আরিফ হোসেন কেই যোগ্য মনে করছেন ঘাটাইলবাসী।
স্থানীয় এক প্রবীন শিক্ষক জানান, একজন জনপ্রতিনিধি মানেই হলো জনগনের সেবা করা আর তিনি নির্বাচিত হলে ঘাটাইলের প্রত্যেক গ্রামের সর্ব স্তরের জনগন বিপদে আপদে তাকে পাশে পাবে। ঘাটাইলের মসজিদ,মাদ্রাসা, রাস্তা,ঘাট,শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। এছাড়াও গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল অক্ষুন্ন থাকবে।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন বলেন, আমার যা আছে সব কিছু জনগনের। আমার ঘাটাইলের অবহেলিত মানুষের সেবা দিয়ে যেতে পারলেই আমি সার্থক। আমার স্বপ্ন ঘাটাইলবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। ইনশাআল্লাহ আমি জনগনের পাশে আছি এবং থাকবো।