
পেকুয়া প্রতিনিধি:-
কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিক সমিতির সম্মানসূচক আজীবন সদস্যকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ মে) বিকেলে পেকুয়া গ্রীনবার্ড রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে পেকুয়া সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দ টিভি, দৈনিক গণসংযোগ পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বরণ্য অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মুহাম্মদ ফোরকান। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা ও সুপ্রভাত বাংলাদেশ পেকুয়া প্রতিনিধি এস এম জুবাইদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফোরকান বলেন, সাংবাদিকতা পবিত্র পেশা, সঠিক সাংবাদিকতার মধ্যেমে জাতির ভাগ্য পরিবর্তন করা যায়। পেকুয়া সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাই, আপনারা এমন একটি উদ্যোগ নিয়েছেন জাতির ক্লান্তি লগ্নে কলমের মাধ্যমে পাশে থাকবেন। আমি আশা করি সঠিক সাংবাদিকতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।
অনুষ্টানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, পেকুয়া সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আব্দুল মামুন ফারুকী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পেকুয়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এইচ, এম শহিদ সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আনছার উদ্দীন, আরমান সহ অনেকেই।
এতে সমাপনী বক্তব্যে সাংবাদিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করে মুহাম্মদ ফোরকান কে পেকুয়া সাংবাদিক সমিতি-পেসাসের আজীবন সম্মানসূচক সদস্য হিসাবে ঘোষাণা করেন ও আনছার উদ্দীনকে দপ্তর সম্পাদক পদে ঘোষণা দেন। এসময় সাংবাদিক সমিতির পক্ষ থেকে মুহাম্মদ ফোরকানকে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।