
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের নির্বাচন (২০২৪) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার ( ৬ মে ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন ভোটারের মধ্যে ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সভাপতি পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মনিরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি একেএম আল আমিন প্রিন্স। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নওরোজ প্রতিনিধি রফিকুল ইসলাম জোমাদ্দার পেয়েছেন ৬ ভোট। ভোট গণনার সময় একটি ভোট বাতিল বলে গণ্য করা হয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানা পুলিশ সদস্যরাসহ পর্যাপ্ত ভলান্টিয়ার নিয়োজিত ছিলেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান।
এর-আগে গত ২২ এপ্রিল ক্লাব কক্ষে অনুষ্ঠিতব্য এক সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মনিরুল ইসলামকে আহবায়ক এবং গণকণ্ঠ প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, দৈনিক বাংলার আলো নিউজ প্রতিনিধি এস কে মিন্টু ও আজকের সমাচার প্রতিনিধি মো. মামুনকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী তফসিল ঘোষণা করেন।