
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতি সন্তান মো: মেহেদী হাসান আকাশ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক হয়েছেন। ৪ এপ্রিল মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম এর স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ কমিটি দেয়া হয়। মেহেদী হাসান আকাশ তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের আবুল খায়ের তালুকদারের ছেলে। তাকে ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ও স্থানীয় এলাকাবাসীরা অভিনন্দন জানিয়েছেল।