
মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
নাটোরের বড়াই গ্রামে প্রধানমন্ত্রী দেওয়া বীর নিবাস জমিজমা রক্ষার্থে (৭ই মে মঙ্গলবার) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন, নগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বড় পেঙ্গুইন মৃতঃ বয়েত মন্ডল এর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তিনি সাংবাদিকদের জানান, আমার প্রতি বেশী, সাইদুর রহমান, পিতাঃ মৃত মহির শেখ, ফাতেমা, পিতাঃ মোজাদ্দারুল, খদেজা স্বামী মন্জিল শেখ, সেলিনা স্বামী আবঃ রহমান, গ্রামঃ ভরতপুর, মোজাহার পিতাঃ মৃত উম্মেদ আলী সরকার, সোহরাব হোসেন মৃতঃ বয়েত মন্ডল, গ্রাম বাগডোম ( ভুক্তভোগীর ছোট ভাই) আমার জমিজমা বীর নিবাস দখল করার চেষ্টা মৃত্যু হুমকি দিচ্ছে তারা বলছে আপনার কোন জমিজমা নেই সব কিছুই আমাদের আপনি জায়গায় ছেড়ে দেন না হলে পিটিয়ে বাড়ি ছাড়া করবো।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ-প্রশাসন ও সাংবাদিকদের কাছে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন, সংবাদ প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে আইনি সহযোগিতা চেয়েছেন ভক্তভোগী ও তার পরিবার।