
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ। যে বয়সে শিশুরা বিদ্যালয়ে যাবার কথা সেই বয়সে তারা সামান্য টাকার বিনিময়ে বিক্রি করছে শ্রম। মালিকরা তাদের অল্প বেতনে কাজ করায় এতে লাভবান হয় বেশি। এরকমই দেখা মেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাজারে নূর বেকারীতে। এ ছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বেকারীতে নিম্নমানের সামগ্রী ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নূর বেকারীর বাহিরে মনোরম পরিবেশে দেখা গেলেও ভিতরে দেখা মেলে ভিন্ন চিত্র। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সামগ্রী (বেকারীর মালামাল) দিয়ে খাদ্য সামগ্রী তৈরী হচ্ছে। এ ছাড়াও ৮/১০ জন শিশু যাদের বয়স ১০ থেকে ১৩ বছর তাদের দিয়ে বেকারীর যুক্তিপূর্ণ কাজ করাচ্ছে। শিশুরা প্রচন্ড গরমে মধ্যে চুল্লীতে কেক, পাউরুটি, বন, বাটার বন ও কাঁচা মিষ্টি তৈরি করতে দেখা যায়। এ ছাড়াও উপজেলার অন্যান বেকারীতেও এমন চিত্র নজরে আসে।
এ ব্যপারে নুর বেকারীর মালিক গাজী মোঃ আলম মিয়া বলেন, শিশুদের দিয়েই আমরা দীর্ঘদিন যাবৎ বেকারীতে কেক, পাউরুটি, কাঁচা মিষ্টিসহ অন্যান্য সামগ্রী তৈরি করছি। বড় শ্রমিকদের বেতন বেশি তাই তাদের দিয়ে আমাদের পুষে না। এখানে শিশু শ্রমিকরা অসহায় তাই তাদের পরিবারের লোকজন আমাদের কাছে দিয়ে গেছে।
অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করি পরিষ্কার রাখতে, মাঝে মাঝে অপরিষ্কার হয়ে যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম বলেন, আমরা বেকারীর উপরে কিছুদিন আগে অভিযান চালিয়েছি। বর্তমানে আমরা আবারো অভিযান চালাবো। যারা শিশু দিয়ে বেকারিতে ঝুঁকিপূর্ণ কাজ করায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।