
স্টাফ রিপোর্টার: ভান্ডারিয়া উপজেলার বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির পরিক্ষার্থী তামিম হোসেন এর মায়ের মোবাইল (০১৭৫৫২১২৪৩১) ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন (০১৭৮৪৩৯৬০৬৯ ) দেয়। ওই ফোন স্কুল শিক্ষার্থী তামিম রিসিভ করলে তাকে ফোনের ওপাশ থেকে বলে মাল আছে, মাল আছে। পরে তামিম ওই ব্যক্তির ঠিকানা জানতে চাইলে সে ফোনটি কেটে দেয়। পরে তাকে বারবার কল দিলেও সে ফোন রিসিভ করেনি। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে।
এ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে ওই ০১৭৮৪৩৯৬০৬৯ ফোন নম্বরটি নিয়ে অনুসন্ধান করে ফোন চালকের সন্ধান পাওয়া যায়। ওই অজ্ঞাত ব্যক্তির নাম নাসিকুর। তিনি নাজিপুর উপজেলা সদরের ৭ নং ওয়ার্ডের লিটন শরিফের ছেলে।
স্কুলছাত্র তামিমের মায়ের ফোনে কল দেয়ার ব্যাপারে নাসিকুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি ওই ফোনে কল দেয়নি। তার কাছ থেকে একটি ছেলে ফোন নিয়ে কল দিয়েছিলো। কিন্তু তিনি ওই ছেলের পরিচয় জানেন না।