
সাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : প্রখম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের কাউনিয়ায় আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া (মোটর সাইকেল) ৬০ হাজার ৭শ ৮৩ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক (আনারস) পেয়েছেন ৪৮ হাজার ৬শ’ ১৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ মনজুদার রহমান (টিউবওয়েল) ৫৪ হাজার ৯শ’৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পিন্টু (চশমা) পেয়েছে ১৭ হাজার ৩শ’৭৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রওশনারা বেগম (হাঁস) ৩৯ হাজার ৩শ’৩৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আগুরা বেগম (ফুটবল) পেয়েছেন ২৪ হাজার ৯শ’৪৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জিয়াউর রহমান বুধবার রাত ১১টার দিকে ৯৩ টি কেন্দ্রের চুরান্ত ফলাফল ঘোষণা করেন। ঘোষণার পর পরই উল্লাসে ফেটে পড়ে এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুড়ো এলাকা।
নবনির্বাচিত কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়াকে শুক্রবার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডা: এস এম কামাল। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন, ছাত্রলীগ নেতা শাকিল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেযারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে অভিনন্দন জানান কাউনিয়া রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি আবু হাসান, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, সহ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।