
ভান্ডারিয়া প্রতিনিধি: ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। পিরোজপুরের ভান্ডারিয়ায় সেই হিসাবে ১২ মে বিশ্ব মা দিবসটি পালিত হয়েছে। “শেখ হাসিনার বারতা” “নারী পুরুষ সমতা”স্রোগানকে সামনে রেখে উপজেলা অডিটরিয়ামের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন আরাফাত রানা। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল, উপজেলা সমবয় অফিসার মো: মাইনুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল ইসলাম প্রমূখ।