
মোঃ এমদাদ হোসেন
(সালথা ফরিদপুর)
ফরিদপুর জেলার সালথা উপজেলা গট্রি ইউনিয়ন এর রঘুয়ারকান্দি গ্রামে মারজানুল ইসলাম (নাইম) এর জন্ম, পিতা মোঃ আবু নাসের (কাজল) মিয়া র চার সন্তানের মধ্যে তিনি বড় ছোটবেলা থেকে তার কবিতা লেখার প্রতি আগ্রহ ছিল।
আমিও মানুষ
মারজানুল ইসলাম নাঈম
ক্ষুধার্ত এক দিনমজুর আমি,
পেটে ক্ষুধার জ্বালা।
মাঝে মাঝে রিকশা চালাই
কখনো বা ঠেলি ঠেলা।
আমিও মানুষ তোমাদের মতো,
আমার ও ক্ষুধা আছে।
বাহুবলে করি হালাল কামাই
চাইনা কারো কাছে।
দু’বেলা দুমুঠো ডাল-ভাতে খুশি
মনের সুখে হাসি,
ছলচাতুরী বুঝিনা ভাই,
আমি সুখী বারমাসি।
রাজত্বে ভাই লোভ নেই আমার,
ছনের ঘরেই বেশ।
রাজা- প্রজা সব এক মাটিতেই
হবে যে নিঃশেষ।
আমিও মানুষ তোমাদের মতো,
আমিও স্বপ্ন দেখি,
স্বল্প আয়ে তোমাদের মতো
আমিও হবো সুখী।
টাকা কড়ি ভিষণ খারাপ
মনুষ্যত্ব ভোলায়,
কেউ বা আবার দেয়াল তোলে
জাতবিচারের ভেলায়।
আমিও মানুষ তোমাদের মতো,
মানুষের গান গাই-
এসো মানবের তরে জীবন বিলাই,
জাতিভেদ ভুলে যাই।